রবিবার, ১৫ জুলাই, ২০১২

কবিতা লিখতে পারিনা

এখনো বর্ষার নদী পূর্ন যৌবনে ভরে উঠে,
প্রকৃতির স্বাভাবিক নিয়মে নদীর ধারে ফুটে কাঁশ ফুল,
এখনো নদীর পারে পড়ন্ত বিকেলে প্রকৃতির সৌন্দর্য অবগাহন করি,
কিন্তু, কোন কবিতা লিখতে পারিনা।

এখনো কদম ফুলের গন্ধ মাতাল করে দেয় আমাকে
সন্ধ্যা নামলে বাগান থেকে ভেসে আসে হাসনাহেনা গন্ধরাজের গন্ধ,
এখনো পূর্নিমার রাতে চন্দ্র জোস্না ছড়ায়,
মেঘলা আকাশে গুরি গুরি বৃষ্টি ঝড়ে
শুনতে পাই মূশলধারে বৃষ্টি ঝড়ার রিমঝিম শব্দ,
কিন্ত, কোন কবিতা লিখতে পারিনা।

এখনো বসন্তের মধান্হে শুনতে পাই ককিলের কুহু কুহু ডাক
ঝিঝি পোকার ঝি ঝি শব্দ,
এখনো চৈত্রের দুপুরে উত্তপ্ত বাতাস খোলা মাঠে ঘুর্নিপাক খেলে,
আমি শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকি
কিন্তু, কোন কবিতা লিখতে পারিনা।

কারন
তুমি নেই বলে।

I can’t write a Poem

Still the river of rainy day becomes full of youth
Following the rule of nature,
Flowers appear along the river;
In the declining afternoon sitting beside the river,
I still drench with the beauty of nature;
But, I can’t write a Poem.
Still that mind ripping fragrance of Kadam makes me crazy,
Still air carries the smell of night flowers to me;
Still the moon spreads it light in the full moon
Sometime I hear the drizzling sound of the cloudy sky,
Sometime the rhythmic sound of torrents;
But, I can’t write a Poem.
Still in the midday of spring I hear the cuckoo’s cooing
Also hear the restless crickets;
Still in the summer evening the hot air arouses storm,
I remain staring at the sight speechless;
But, I can’t write a Poem.
Because ……..You are not with me.

Poet: Muhammad Golam Morshed
Translate: Ayesha Siddiquea

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন